টাঙ্গাইলে হামিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৩, ২০১৮

টাঙ্গাইলে হামিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র মোহাইমিনুল ইসলাম হামিম (১৬) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 ১৩ আগস্ট সোমবার সকালে শহরের নিরালার মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মামুন, সংরক্ষিত কাউন্সিলর উল্কা বেগম, সাবেক কাউন্সিলর সুজাউল করিম মানিক, ফিরোজ চৌধুরী, নিহত হামিমের বাবা মো. শফিকুল ইসলাম, মা মনিরা বেগম, কাকা মো. মতিউর রহমান, শ্রমিক নেতামিজান চৌধুরী, আক্কাস তালুকদার প্রমুখ। এসময় আদালত পাড়া স্বর্বস্তরের জনগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, এক ইমনের পক্ষে হামিমকে হত্যা করা সম্ভব হয়নি। হামিমের মূল হত্যাকারী চিহ্নিত হওয়ার পরেও আসামীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। আসামীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। তা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই নাগরপুর উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাছ ইরতা গ্রামের মহিসগাড়া ধানক্ষেত থেকে হামিমে হাত-পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here