মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫

মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

 

মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে রবিবার ভোরের দিকে দরজার সামনের সিঁড়িতে থাকা বিষধর সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূ মারা গেছেন।


জানা যায়, রিজিয়া বেগম ছিলেন গগন মোল্লার স্ত্রী। ফজরের নামাজের পর ঘর থেকে সাংসারিক কাজে বের হচ্ছিলেন তিনি। তখন দরজার সামনের সিঁড়ির নিচে থাকা সাপ তাকে কামড় দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার ফলে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, সাপটি হঠাৎ করে আক্রমণ করায় রিজিয়া বেগমের মৃত্যুর ঘটনা চরমভাবে হতাশাজনক।


মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. কবির সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সর্প-দংশনে আক্রান্ত রোগী রিজিয়া বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”



Post Top Ad

Responsive Ads Here