নাটোরের গুরদাসপুরে যাত্রীবাহী বাস ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত আহত ১৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৩, ২০১৮

নাটোরের গুরদাসপুরে যাত্রীবাহী বাস ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত আহত ১৬


আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি-

নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় সকাল ৫টার দিকে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন ও কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে শ্যামলী ড্রাইভার নিহত ও কমপক্ষে ১৬ যাত্রী আহত হয়েছে। নিহত ড্রাইভার কুষ্টিয়া জেলার সদর উপজেলার বড়ীয়া গ্রামের সৈকতের ছেলে আজাদ (৩৮)।

হাইওয়ে থানার ওসি সামসুর নুর জানান, সকালে নয়াবাজার এলাকায় শ্যামলী (ঢাকা মেট্রো ব ১৪-৫৮৪৩) ও কাভারভ্যানের (ঢাকা মেট্রো ট ২৩-৫৪১৬) মূখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ীর ড্রাইভারসহ কমপক্ষে ১৬ জন আহত হয়। এসময় নাটোর, গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিংকে  ভর্তি করা হয়। তার মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক শ্যামলী পরিবহনের ড্রাইভারকে মৃত ঘোষনা করে। এ সময় সকাল ৫টা থেকে  সাড়ে  ৯টা পর্যন্ত হাটিকুমরুল মহাসড়কে সকল পরিবহণ বন্ধ ছিল।

Post Top Ad

Responsive Ads Here