বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:দক্ষতা, সততা ও সাহসীকতার মধ্য দিয়ে মাদক ও আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখার জন্য নাটোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হলেন বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সৈকত হাসান। বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক সভায় নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার তার হাতে এর স্বীকৃতি স্বরুপ স্বারক ও নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ তাকে অভিনন্দন জানান। পরিদর্শক সৈকত হাসানের এই অর্জনে অভিনন্দন জানান বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী সহ স্থানীয় বিভিন্ন স্তরের সুশীল সমাজের প্রতিনিধিগণ।