আগস্ট-এর হত্যাকান্ড গোটা বিশ্ব বিবেককে স্তম্ভিত করেছ -মোছলেমউদ্দিন আহমেদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০১, ২০১৮

আগস্ট-এর হত্যাকান্ড গোটা বিশ্ব বিবেককে স্তম্ভিত করেছ -মোছলেমউদ্দিন আহমেদ

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আগস্টের গোটা মাস শ্রাবণ মেঘের দিন। আগস্ট মাস এলেই শ্রাবণের এক অনিঃশেষ করুণ-ধারা ছুয়ে যায় বাঙালি আত্মাকে। তিনি বলেন, আগস্ট-এর হত্যকা- গোটা বিশ্ব-বিবেককে স্তম্ভিত করেছে। আগমস্ট মাস বাঙালি হৃদয় যন্ত্রণাদগ্ধ হয়, শোকেমুহ্যমান হয় বাঙালি আত্মা। হৃদয়পটে ভেসে ওঠে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।


বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ এর আগস্ট মাসব্যাপি কর্মসূচির শেষ দিন ৩১ আগস্ট ২০১৮ খ্রি. শুক্রবার, বিকেল ৪টায় মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে “দু’হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’” শীর্ষক আলোচনা এবং তিনশত এতিম শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিথির ভাষণে জনাব মোছলেম উদ্দিন আহমদ একথা বলেন।
সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে “দু’হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। জাতীয় শোক দিবসের সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চসিক ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষাবিদ প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতির সভাপতি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বাংলাদেশের আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সমাজসেবক ফুলকলি লিমিটেডের জিএম এম. এ. সবুর,  কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাহাব উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। আলোচনা করেন  সংগঠক জসিম উদ্দিন চৌধুরী,  মীর আবদুর রহমান মামুন, খোরশেদ আলম, স ম জিয়াউর রহমান, মো: মাহমুদুর রহমান শাওন, এম নুরুল হুদা, মোহাম্মদ মাকসুদুর রহমান মাসুদ, মো: জাফর আলম রবিন, অমর দত্ত, সৈয়দা শাহানারা আখতার, রাশেদ মাহমুদ পিয়াস, সজল দাশ, অমর দত্ত, রতন দাশগুপ্ত, সুনীল দত্ত, রাজ গোপল ঘোষ, মওলানা আইয়ূব আলী, রিয়াদুল করিম, আবদুর সাত্তার, মো: আজিম উদ্দিন, মোহাম্মদ হোসেন সাদ্দাম, প্রান্তিক পূন্যার্ঘ বড়–য়া, আকমল রসুল মিলু, শাহ ইমরাজ রাজ, আলাউদ্দিন, শোহেল তাজ, মোরশেদা আখতার জুথি প্রমুখ। অনুষ্ঠানের প্রধান আলোচক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত চ.সি.ক মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, আগস্ট মাসে ঘাতকচক্র হত্যার জন্য উন্মাদ হয়ে যায়। তারা ১৯৭৫ সনে ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ২০০৪ সনের ২১ আগস্ট গ্রেনেড হামলা করেন জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।  সেইদিন আইভী রহমান সহ ২৪ জনের জীবন এবং প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর রক্তের বিনিময়ে জননেত্রী শেখ হাসিনার জীবন রক্ষা পায়। তিনি বলেন, এই আগস্ট মাসে বাঙালি বহু বরেণ্য ব্যক্তিদের হারিয়েছেন। তাদের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি শামসুর রাহমান, সাহিত্যিক হুমায়ুন আহমেদ সহ বিশিষ্টজন রয়েছেন। জনাব রেজাউল করিম চৌধুরী বলেন, ঘাতকচক্র ২০০৫ সনে ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা পরিচালনা করেন। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি চির অবসানে তিনি দলমত নির্বিশেষে গোটা জাতির ঐক্য কামনা করেন। বিশেষ অতিথির ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য বলেন, লাখো শহীদের রক্তে কেনা আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ ও নেতৃত্বে। তাঁর শাহাদাত দিবসে এই বাংলাদেশের কোনো নেতা বা নেত্রীর মিথ্যে জন্মোৎসব জাতিকে স্তম্ভিত করে। এ ধরনের তামাশা বন্ধে সংশ্লিষ্ট রাজনৈতিকদের সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি সেই সকল স্বাধীনতা বিরোধী চক্রদের স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়িত করতে সকল শ্রেণি ও পেশার ঐক্য কামনা করেন। অন্যান্য আলোচকগণ বলেন, হত্যা, ক্ল্যু ষড়যন্ত্র কোনোদিন কোনোদেশে কল্যাণ বয়ে আনে না। এ বাংলাদেশেও এ ধরনের অপরাজনীতি জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম এবং আগুন সন্ত্রাস চিরতরে অবসান করতে হবে। এ লক্ষ্যে তারা দলমত নির্বিশেষে জনতার ঐক্য কামনা করেন।

Post Top Ad

Responsive Ads Here