বড়াইগ্রামে ভুয়া কবিরাজ গাফফার আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৭, ২০১৮

বড়াইগ্রামে ভুয়া কবিরাজ গাফফার আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:সিরিয়াল লিখতে ১০০ টাকা। রোগী দেখতে নেন ৪০০ থেকে ১০০০ হাজার টাকা। বিশেষ আয়নায় মাধ্যমে চোরকে চিহ্নিত করার ক্ষমতা তার রয়েছে।

জ্বীন হাজির করে দেয়া হয় বড় বড় সমস্যার সমাধান। এ রকম হাজারো প্রতারণার ঢাক-ঢোল বাজিয়ে গ্রামের মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন কবিরাজী করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের দাড়িখৈড় গ্রামের হোসেন হাজীর ছেলে গাফফার কবিরাজ (৩২)। ভন্ডামী করে এই বয়সে তিনি হয়েছেন প্রায় কোটি টাকার মালিক। প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা দেন তিনি। উর্দ্ধতন বিভিন্ন মহলে মাসিক নজরানা দিয়ে চালাচ্ছিলেন তার এই ভুয়া কারবার। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পরে আদালত তাকে অর্থ দন্ড করেন এবং  ভবিষ্যতে এই ধরণের কাজ না করা শর্তে মুচলেকা গ্রহণ করে। 

Post Top Ad

Responsive Ads Here