উৎসব মুখুর পরিবেশে ফরিদপুরে এমপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২৮, ২০১৮

উৎসব মুখুর পরিবেশে ফরিদপুরে এমপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা



সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
উৎসব মুখোর পরিবেশে ফরিদপুরের চারটি আসনের আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীরা তাদের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটানিং কর্মকর্তা  এবং সহকারি রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়ন পত্র জমা দেন।

ফরিদপুর-৩ আসনের দুপুর ১২টার সময় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তার দলীয় মনোনয়নপত্র জেলা রির্টানিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়ার কাছে জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন, যুবলীগের সভাপতি এএইচ এম ফোয়াদ। এছাড়াও বিএনপির পক্ষে মনোনয়ন পত্র জমা দেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার কন্যা নায়েবা ইউসুফ। এসময় তার সঙ্গে ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি একেএম কাইয়ুম জঙ্গি, জাফর হোসেন বিশ্বাস, শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ। 

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। তিনি তার নির্বাচনী এলাকা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার সহকারি রির্টানিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদেন খন্দকার ইকবাল হোসেন সেলিম ও শারিয়ার ইসলাম শায়লা। এসময় বিএনপি প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিমের সঙ্গে ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুন্সি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল হাসান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ফজলে সোহবান শামিম।  

ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এসময় তিনি তার দুই ছেলে ও নেতাকর্মি নিয়ে মনোনয়ন জমা দেন।

এই আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। এসময় তিনি তার দুই উপজেলার নেতাকর্মি নিয়ে মনোনয়ন জমা দেন। 

এছাড়া এই আসনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে তার সমর্থকরা মনোনয়ন জমা দেন।  

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের  দলীয় মনোনয়নপত্র জমা দেন সাবেক সচিব মঞ্জুর হোসেন বুলবুল। তিনি নির্বাচনী এলাকার তিনটি উপজেলাতে দলীয় নেতাকর্মী নিয়ে সংশ্লিষ্ট সহকারি রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জমা দেন। এই আসনে বিএনপির দলীয় মনোনয়পত্র জমা দেন বীরমুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর ও খন্দকার নাছিরুল ইসলাম। 


ফরিদপুরের চারটি সংসদীয় আসনের আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা দুপুরের পর থেকে তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেন। এছাড়া জাকের পার্টি ফরিদপুর তিনটি আসনে মনোনয়ন জমা দেন। 

Post Top Ad

Responsive Ads Here