বেনাপোল ৩ ইউনিয়ন বাসীর মধ্যে“ওপেন ডোর” আলোচনার সুত্রপাত তৈরী করলো পোর্ট থানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৭, ২০১৮

বেনাপোল ৩ ইউনিয়ন বাসীর মধ্যে“ওপেন ডোর” আলোচনার সুত্রপাত তৈরী করলো পোর্ট থানা

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: দেশের কৃষ্টি-কালচার ব্যবসা-বানিজ্য অর্থ নৈতিক কর্মকান্ড দূর্বল করার লক্ষ্যে চোরাচালানীরা সীমান্তে এ ধরনের সহজতর রুট গুলো কাজে লাগায়। সে কারনে দেশের অন্যান্য থানার তুলনায় বেনাপোল পোর্ট থানার অপরাধ কর্মকান্ড অনেক বেশি এবং অপরাধ গুলো ভিন্ন ধরনের হয়ে থাকে।

 সকল অপরাধ কর্মকান্ডকে প্রতিহত করতে বেনাপোল পোর্ট থানা বিভিন্ন কায়দায় ভিন্ন ভিন্ন কর্মসূচীর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ,মাদক মুক্ত সমাজ গঠন,নারী ও শিশু পাচার রোধ এবং চোরাচালান সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের প্রতি জনসচেতনতা সৃষ্টি করতে অত্র থানা জুড়ে ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে সভা-সমাবেশ করে চলেছে।

সোমবার (২৬/১১/১৮ইং) বিকালেবেনাপোল পোর্ট থানা প্রাঙ্গনে “ওপেন ডোর” নাম দিয়ে এক সভা-সমাবেশ করলো বেনাপোল পোর্ট থানা। আলোচনা সভার ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনছার উদ্দিন অতিঃ পুলিশ সুপার(ডিএসবি) যশোর। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু-সালেহ মাসুদ করিম এর সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হয়। থানার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনসহ উপ-পরিদর্শক,সহ-উপ পরিদর্শক,ওই থানার সকল পুলিশ কনেষ্টবল এবং গ্রাম পুলিশ সহ বেনাপোল পোর্ট থানাধীন ৩ টি ইউনিয়ন এর গ্রাম বাসী এবং চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। চেয়ারম্যানগণ হলেন, বাহাদুরপুর ইউনিয়নের মিজানুর রহমান,পুটখালী ইউনিয়নের হাদীউজ্জামান এবং বেনাপোল ইউনিয়নের বজলুর রহমান। গণমাধ্যমের কাজে সহযোগীতা করেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম,কার্যকরী সদস্য মোঃ লোকমান হোসেন রানা ও প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here