নাটোর-৪ আসনে ৪ জন সহ মোট ৬ জনের মনোনয়ন বাতিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০২, ২০১৮

নাটোর-৪ আসনে ৪ জন সহ মোট ৬ জনের মনোনয়ন বাতিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনের ৪ প্রার্থী এবং নাটোর-১ ও ২ আসনের দ্ইু প্রার্থীসহ মোট ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ শাহরয়িাজ এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নাটোর-২ আসনে জঙ্গিবাদ, নাশকতা ও ঋণ খেলাপী মামলায় সাজা হওয়ার কারণে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপি সভাপতি রুহুল কুুদ্দুস তালুকদার দুলু, মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় নাটোর-১ আসনে সাম্যবাদী দলের বীরন্দ্রেনাথ সাহা, নাটোর-৪ আসনে মুসলিমলীগের শান্তি রিবেরু, জাসদ (ইনু) দলের ডিএম রনি পারভেজ আলম, ঋণ খেলাপীর কারনে জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা, জাল স্বাক্ষরের কারণে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খানের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থীতা ফিরে পেতে আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনারের সচিব বরাবর আপিল করতে পারবেন।
উল্লেখ্য, নাটোরের ৪ টি আসনে বিভিন্ন দলের মোট ৩৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

Post Top Ad

Responsive Ads Here