অস্বচ্ছল ও দরিদ্র মানুষের জন্য মানবতার দেয়াল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০২, ২০১৮

অস্বচ্ছল ও দরিদ্র মানুষের জন্য মানবতার দেয়াল

মো. শাকির আহম্মেদ,শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজের অস্বচ্ছল ও দরিদ্র মানুষেরা তাদের প্রয়োজনীয় কাপড় সংগ্রহ করতে পারবে এই মানবতার দেয়াল থেকে।সেজন্য সমাজের সচেতন মানুষদের একটু সহযোগীতা প্রয়োজন।


দেয়ালে লেখা- ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান’। দেয়ালের হ্যাংগারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড় সহ বিভিন্ন ধরনের কাপড়। কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অতিরিক্ত কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছেন আবার কেউবা নিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় দু-একটি কাপড়। এমন অভিনব উদ্যোগের নাম ‘মানবতার দেয়াল’।

শীতে সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের সমস্যা কিছুটা দূর করতে রোববার (০২ ডিসেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন "অভিযাত্রী" এর সদস্যরা শ্রীমঙ্গল পৌরসভার কলেজ রোডস্থ উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি দেয়ালে গড়ে তুলেছেন এই ‘মানবতার দেয়াল’। উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এলাকার লোকজন।  

‘মানবতার দেয়াল’ সম্পর্কে স্বেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রী’র সদস্য রাসেল বলেন, সমাজের অবহেলিত অস্বচ্ছল মানুষদের জন্যে কিছু করতেই সংগঠনের এই ক্ষুদ্র প্রয়া। আশাকরছি বিত্তবান ও স্বচ্ছল মানুষরা তাদের অব্যবহৃত জামা কাপড় এইসব দেয়ালে রেখে যাবেন । যার ফলে অস্বচ্ছল মানুষেরা এখান থেকে নিয়ে কিছুটা হলেও তাদের চাহিদা মেটাতে পারবে।

এমন ভিন্নধর্মী নজরকাড়া উদ্যোগ গ্রহণ করে সর্বমহলের প্রশংসা কুড়াচ্ছে সুস্থ সংস্কৃতির এই সংগঠনটি। বাসার অপ্রয়োজনীয় জিনিসপত্র এখন স্থান পাচ্ছে ‘মানবতার দেয়ালে’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী কিছুদিনের মধ্যে শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি পয়েন্টে এরকম দেয়াল তৈরি করে দেওয়া হবে। এতে করে বিত্তবান ও স্বচ্ছল মানুষদের সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষেরা এই শীতে কিছুটা হলেও উষ্ণতা পাবে।

Post Top Ad

Responsive Ads Here