ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের ঢাকা-বরিশাল মহাসড়কের বাইপাস সড়কের কবিরপুর এলাকায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক রাজু সেক(৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপাড় আহত হয়ে ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি রয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। নিহতের বাড়ি পঞ্চগড় জেলায় বলে জানাগেছে।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, রবিবার ভোরে ঢাকা থেকে বরিশালগামী একটি ট্রাক ঘটনাস্থলে এসে পান ভর্তি একটি পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ট্রাক ও পিকআপ সড়কটির পাশর্^বর্তি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপের চালক রাজুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। আহত ট্রাকের চালক জয়নালের বাড়ি টাঙ্গাইল ও হেলপাড় সজলের বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে তিনি জানান।