মাধবপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে গৃহবধু নিখোঁজ;থানায় মায়ের ডিডি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০২, ২০১৮

মাধবপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে গৃহবধু নিখোঁজ;থানায় মায়ের ডিডি

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের মাধবপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে মাখছুরা বেগম (২৩) নামে এক গৃহবধু নিখোজ হয়েছেন। মাখছুরা নিখোঁজের ঘটনায় তার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজনদের মধ্যে উদ্বোগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।


এ ঘটনায় মাখছুরার মা বাদি হয়ে থানায় একটি সাধারন ডায়রি করেছেন। কোন সন্ত্রাসী গ্রুপের লোকজনদের খপ্পরে পরেছে কিনা মাখছুরা এ নিয়ে পরিবারের লোকজন চিন্তিত।

সাধারন ডায়রি সুত্রে জানা যায়, উপজেলার বুল্লা ইউনিয়নের চানখাঁ বুল্লা গ্রামের আইয়ুব আলীর মেয়ে মাখছুরা বেগম কে প্রায় ৪ বছর পূর্বে বিয়ে দেওয়া হয় কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি থানার বানিয়াগ্রাম গ্রামের মোঃ সাদ্দামের সঙ্গে।

বিয়ের কিছুদিন পর মাখছুরার স্বামী প্রবাসে চলে যায়। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। গত ২২ নভেম্বর মাখছুরা তার পুত্র আব্দুল্লাহ কে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে।

গত ২৯ নভেম্বর সন্ধ্যায় মাখছুরা তার ছেলে কে বাবার বাড়িতে রেখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তাকে পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজন সহ তার শ্বশুর বাড়িতে খোঁজ করেও তার কোন হদিস পাওয়া যায়নি। হঠাৎ করে মাখছুরা নিখোজের পর থেকে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরেছে।

এ ঘটনায় মাখছুরার মা অনুফা বেগম বাদি হয়ে গত ৩০ নভেম্বর মাধবপুর থানায় একটি সাধারন ডায়রি করেছেন (ডায়রি নং-১৪৬২)।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, মাখছুরা কে উদ্ধারের চেষ্টা চলছে।

Post Top Ad

Responsive Ads Here