মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল বটতলা একাদশ চ্যাম্পিয়ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০২, ২০১৮

মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল বটতলা একাদশ চ্যাম্পিয়ন

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগে বামনপাড়া বটতলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।


গতকার শনিবার বিকালে অনুষ্ঠিত শেষ খেলায় বামনপাড়া সবুজ সংঘ ১৩-১১ গোলে বিশ্বাস ক্রীড়া চক্রকে পরাজিত করে। শেষ খেলায় নিদেন পক্ষে ড্র করলেই বিশ্বাস ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হবে এই সমিকরনে খেলাতে নেমে বিশ্বাস ক্রীড়া চক্র প্রথমার্দ্ধেই দুইবার বামনপাড়া সবুজ সংঘের বিরুদ্ধে ৪ গোলের ব্যবধানে এগিয়ে যায় কিন্ত শেষ পর্যন্ত বিশ্বাস ক্রীড়া চক্র বামনপাড়া সবুজ সংঘের কাছে নাটকীয় ভাবে ১৩-১১ গোলে হেরে যায়। ফলে বামনপাড়া বটতলা একাদশ, বামনপাড়া সবুজ সংঘ ও বিশ্বাস ক্রীড়া চক্রের পয়েন্ট সমান হয়ে যায়, শেষ পর্যন্ত গোল গড়ে বটতলা একাদশ চ্যাম্পিয়ন ও প্রতিবেশী বামনপাড়া সবুজ সংঘ রানার্স আপ হয়।
খেলাটি পরিচালনা করেন ফারা হোসেন লিটন ও আব্দুল কুদ্দস। খেলায় বিশ্বাস ক্রীড়া চক্রের আজিজুল সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলা শেষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে. এম আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন।

Post Top Ad

Responsive Ads Here