মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা “স্রোত” এর ১৮১তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে “স্রোত” মোড়ক উন্মোচন করেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর সভাপতি এ্যাডঃ আনেয়ার হেসেনের সভাপতিত্বে এবং ভৈরব-এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টুর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম,পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন,জেলা সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান,ভৈরব-এর সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন ফজলুল হক সিদ্দিকী,মীর রওশন আলী মনা,সায়েদুর রহমান সাজু, ম.গেলাম মোস্তফা,মীনা পারভীন,রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য,আবু লায়েছ লাবলু,মোঃ শাহজাহান, আব্দুল মান্নান মাষ্টার, শহিদুল ইসলাম কানন,মোঃ মোমিনুল হক, ফাতেমা ফিরোজ,রফিকুল ইসলাম প্রমুখ।