মেহের আমজাদ,মেহেরপুর-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেন। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক ইব্রাহীম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু সহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের ধারা অবহ্যাত রাখতে আসন্ন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর নৌকার পক্ষে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কথা সাধারণ ভোটারদের মাঝে তুলে ধরে নৌকার পক্ষে সমর্থনের আহবানও জানানো হয়।