মেহের আমজাদ,মেহেরপুর- “এইচ আইভি পরীক্ষা করুন নিজেকে জানুন” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস।
এ উপলক্ষে মেহেরপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে শহীদ ড.শামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি।
র্যাালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সিভিল সার্জন ডাঃ শামীমা আরা নাজনীন,অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ এহসানুল কবীর সহ অন্যান্য চিকিৎসক, সেবিকাসহ বিভিন্ন এনজিও কর্মীরা র্যালীতে অংশ নেন। র্যালী শেষে সিভিল সার্জন শামিম আরা নাজনীনের সভপতিত্বে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. রমেশ চন্দ্রনাথ, ডা. অলোক কুমার দাস প্রমূখ।