চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ও বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী সামির কাদের চৌধুরীর দণ্ড প্রাপ্ত হওয়ায় মনোনয়নপএ বাতিল ঘোষনা করেছে জেলা রিটানিং কর্মকর্তা।
২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের শেষ প্রার্থীর এই ঘোষনা আসে। জানা যায়, ফজলে করিম চৌধুরী টানা পাঁচ বার আওয়ামীলীগের মনোনীত নৌকার মাঝি হিসাবে রাউজানে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে আসছে। এদিকে বিএনপির প্রার্থী হচ্ছে যুদ্ধ অপরাধে ফাঁসিতে দণ্ডিত সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী ধানের শীর্ষের টিকেট নিয়েছে রাউজান থেকে নির্বাচন করার জন্য পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় তা বাতিল হয়ে গেল।