কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: সমাজসেবী সংগঠন আখতারুজ্জামান চৌধুরী বাবু ছাত্র-যুব পরিষদের উদ্যোগ, নগরীর দক্ষিণ জেলা আওয়ামী লীগস্হ দলীয় কার্যালয়ে ২ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩ ঘটিকায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রভাবশালী সফল সাবেক সদস্য আবু সাদাত মো: সায়েম এর নিজ অর্থয়্যানে গরীব, অসহায় দুস্হ, এতিমদের মধ্য শীত বস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্হিত ছিলেন জেলা ছাত্রলীগ সহ-সভাপতি তাওহীদুল ইসলাম জেকী, তানিম মান্নান, ইসতিয়াক আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক বদরুদ্দোজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক হামিদ হোছাইন, সিয়াম চৌধুরীসহ বিভিন্ন উপজেলার ছাত্রলীগ নেতা কমী উপস্হিত ছিলেন। শীত বস্ত্র বিতরণকালে আবু সাদাত মো: সায়েম বলেন, সকল সাবলম্বী মানুষ কে যার যার সাধ্যমত এই শীতে গরীব মানুষ দের পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান। তিনি সকলের কাছে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু আদর্শ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।