চট্টগ্রাম প্রতিনিধি: চৌধুরী পরিবারের বাপ-ছেলে বিএনপির নেতার মনোনয়ন বাতিল বিএনপির শীর্ষ নেতা ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দীন কাদের চৌধুরী ও তাঁর পুত্র সামির কাদের চৌধুরীর মনোনয়ন বাতিল করেছেন চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঋণ খেলাপি এবং সামির কাদের চৌধুরী দণ্ড প্রাপ্ত হওয়ায় তাদের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা গেছে। গিয়াস কাদের চৌধুরী (চট্টগ্রাম-২) ফটিকছড়ি থেকে বিএনপির থেকে মনোনয়ন পেয়েছিল ও ছেলে সামির কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬) রাউজান থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।