আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থানা এলাকারধীন ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি রোডের পাশে নিচে সকাল সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অজ্ঞাত ১টি মরদেহ (পুরুষ) দেখে স্থানীয় এলাকাবাসী পরে স্থানীরা শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকালে মরদেহের পাশে ১টি চোলাই মদের পুতলা ও পাওয়া গেছে বলে জানান তিনি।
পরে পুলিশ মৃতদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পরে স্থানীয়রা ছবি দেখে মৃতদেহ চিনতে পারে শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের মৃত বজেন্দ্রঁ দেবের পুত্র সুবল দেব (৩৩)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার আলিপুর এলাকায় অবস্থিত প্রাণ কোম্পানির আর.এফ.এল এর শ্রমিক হিসেবে চাকরি করত।তবে নিহতের মাথায় ও শরীরের ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের প্রতিবেদনের পরে প্রকৃত কারণ কিতা নিশ্চিত ভাবে হওয়া যাবে।