এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় বিশ্ব এইডস দিবস পালন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগ।শনিবার বিকেলে জনসচেতনতামুলক এক র্যালী শেষে উপজেলা মেডিকেল মিলনাতয়নে এক আলোচনা সভায় মিলিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ জেড এ ছিদ্দীকী,আর.এম.ও ডাঃ মাহাফুজুল হক, স্বাস্থ্য কমপ্লেক্সের ই,আই,ও মেসবাউর রহমান,স্বাস্হ্য কমপ্লেক্সে সহকারী,আছাহাব আলী,প্রমূখ।আলোচনায় এইডস বিষয়ক সচেতনতা মুলক আলোকপাত করা হয়।