জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা-বেনাপোলের একাধিক মামলার আসামি আমিরুল হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মতলেবের ছেলে রফিকুল ইসলাম, কাগমারী গ্রামের গোপাল নাড়–র ছেলে সাত্তার ও ডুপপাড়া গ্রামের সাত্তারের ছেলে (ওরফে ডাকাত সাত্তার) আরিফ। শুক্রবার সন্ধ্যায় আমিরুল নিহত হওয়ার পর তার ছেলে সাগর বাদী হয়ে শনিবার বেনাপোল পোর্ট থানায় ১৯ জনের নামে ও অজ্ঞাত আরো ৫ জনকে দেখিয়ে মোট ২৪ জনের নামে হত্যা মামলা করে। বিভিন্ন সুত্রে জানা যায় আমিরুল এলাকায় একজন সন্ত্রাসী নেতা ছিল । তার নামে বিভিন্ন থানায় হত্যা বিস্ফোরক অস্ত্র মামলা সহ ১৬ টি মামলা ছিল। আমিরুল বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী ছিল। সে বিভিন্ন সময় রাজনৈতিক ছত্র ছায়ায় থেকে বীর দর্পে এলাকায় ঘোরাফেরা করত। তিনজনকে গ্রেফতারের বিষয়টি বেনাপোল পোর্ট থানার এ এস আই শাহিন নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।