হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজারে সাবেক দুই চেয়ারম্যানের মধ্যে বিবাদমান মাছ ক্রয়ের সময় দর কষাকষিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।আহতদের তাদের যার যার টাকায় চিকিৎসা চলছে। এ দিকে বিবাদমান ঘটনাটি নিয়ে এলাকার বিশিষ্ট্য ব্যক্তি গনের দাবির প্রেক্ষিতে সাবেক দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিমের নেতৃত্বে বিবাদমান ঘটনার বিচার সালিশ হবে। তবে এখনও সালিশ বৈঠকের স্থান ও সময় নিদ্ধারণ হয়নি।আহতরা সুস্থ্য হওয়ার পর সালিশ বৈঠক হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সুত্র মতে গতকাল সোমবার সন্দায় ও রাতের ঘটনাটি ব্যাপক আলোচিত ছিল, ঘটনার পর থেকে ঐ এলাকায় পুলিশ মোতায়ন ছিল। পরে দু পক্ষের সম্মতি ক্রমে সালিশ বৈঠকের সিদ্ধান্ত হলে পুলিশ ঘটনা স্থল থেকে চলে আসে।
এব্যপারে দোয়ারাবাজার থানা ওসি সুশীল রঞ্জন দাস বলেন, গত কাল সন্দায় বালিউরা বাজারে মারামারির ঘটনার সংবাদ পেয়ে সেখানে থানা পুলিশ পাটিয়ে মারামারি নিয়ন্ত্রনে আনা হয়, তবে বিষয়টি সালিশের দিকে চলে যাওয়ায় কোন পক্ষ থানায় মামলা করে নাই।

