মেহেরপুরে মুক্তিযোদ্ধা জাকিরুল ইসলামকে রাষ্টীয় মর্যাদায় দাফন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ০৪, ২০১৮

মেহেরপুরে মুক্তিযোদ্ধা জাকিরুল ইসলামকে রাষ্টীয় মর্যাদায় দাফন

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জাকিরুল ইসলামকে পূর্ণ রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্দ্যানে পুলিশের একটি চৌকশ দল মরহম জাকিরুল ইসলামের মরদেহকে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম সালাম গ্রহন করেন। এসময় বিহগলে করুন শুর বেজে উঠে। এর আগে মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং ফুলের তোড়া দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহম্মেদ, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, কে এম ফজলুল করীম, সিরাজুল ইসলাম, হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শহীদ সামসুজ্জোহা নগর উদ্দ্যানে জানাযা শেষে পৌর কবর স্থানে দাফন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here