মেহের আমজাদ,মেহেরপুর -“ সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এই শ্লোগানে র্যালি,আলোচনা সভা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরনের মধ্য দিয়ে মেহেরপুরে ২৭ তম আন্তর্জাতিক ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার টার দিকে জেলা প্রশাসন,জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ২৭ তম আন্তর্জাতিক ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শেখ ফরিদ আহমেদ-এর নেতৃত্বে র্যালিটি কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। র্যালিতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়,সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, ডাঃ অলোক কুমার দাস প্রমুখ।
র্যালি শেষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়-এর সভাপতিত্বে জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিধি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ ফরিদ আহমেদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন,ডাঃ অলোক কুমার দাস, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার, ব্রাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন।