ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার সদর পৌরসভার ১ নং ওয়ার্ডের পবহাটি গ্রামে বাবুপাড়ায় বহু পুরোনো এক সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া গিয়েছে।শুক্রবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায় যে,পবহাটির বাবুপাড়ায় নবগঙ্গা নদীর পাড়ের মাঠের ভিতর বহু পুরনো সুড়ঙ্গপথ।স্থানীয়রা জানান এখানকার জমি আগে অনেক উচু ছিলো।ফলে তখন কিছুই বোঝা যেতনা।কিন্তু কিছুদিন আগে এখানকার ২/৩ ফুট মাটি কেটে বিক্রি করা হয়।
মাটি কাটার ফলে জমি নিচু হয়ে গেলে হালকা ইটের খোয়া দেখা গেলে স্থানীয় কয়েকজন জমি খনন করে এ সুড়ঙ্গপথের সন্ধান পান।
