ঝিনাইদহে মাটির নিচে সুড়ঙ্গের সন্ধান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২১, ২০১৯

ঝিনাইদহে মাটির নিচে সুড়ঙ্গের সন্ধান

ঝিনাইদহ প্রতিনিধিঃ  
ঝিনাইদহ জেলার সদর পৌরসভার ১ নং ওয়ার্ডের পবহাটি গ্রামে বাবুপাড়ায়  বহু পুরোনো এক সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া গিয়েছে।শুক্রবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায় যে,পবহাটির বাবুপাড়ায় নবগঙ্গা নদীর পাড়ের মাঠের ভিতর  বহু পুরনো সুড়ঙ্গপথ।স্থানীয়রা জানান এখানকার জমি আগে অনেক উচু ছিলো।ফলে তখন কিছুই বোঝা যেতনা।কিন্তু কিছুদিন আগে এখানকার  ২/৩ ফুট মাটি কেটে বিক্রি করা হয়।
মাটি কাটার ফলে জমি নিচু হয়ে গেলে হালকা ইটের খোয়া দেখা গেলে স্থানীয় কয়েকজন জমি খনন করে এ সুড়ঙ্গপথের সন্ধান পান।
বর্তমানে এ সুড়ঙ্গ নিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনা চলেছে।কেউ কেউ বলছেন এটা রাজাদের সুড়ঙ্গপথ হতে পারে।  জমির মালিক সহ স্থানীয় কয়েকজন সম্পত্তির আশায় রাতের বেলা খনন করছে বলেও জানান এলাকাবাসী।তবে এলাকাবাসীর দাবি প্রতœতত্ত্ব বিভাগ থেকে এখানে খনন, করে প্রকৃত তথ্য এলাকাবাসী সহ সারাদেশের সামনে নিয়ে আসবেন।এ সুড়ঙ্গপথটি দেখতে মানুষের আনাগোনা বেড়েছে এলাকাটিতে।

Post Top Ad

Responsive Ads Here