রাঙামাটিতে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২১, ২০১৯

রাঙামাটিতে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে নানা আয়োজনে বাংলদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শক্রবার রাঙামাটি জেলা কৃষকলীগের উদ্যোগে ‘‘কৃষক বাচাঁও দেশ বাচাঁও শ্লোগান’’ একটি র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বিকালে দলীয় কার্যালয়ে গৌরব, সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
 আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষকলীগ হচ্ছে বাংলার মেহনতি মানুষের সংগঠন। এটা কৃষকের কথা বলে, তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষক বান্ধব সরকার। কৃষকরা খাদ্য গোদামে ধান বিক্রি করতে পারেন না। সরকারি গোদাম কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে চক্রান্ত করে এক শ্রেণির দালাল কৃষকদের নামে ফায়দা লুটে। ফলে সরকারের মহৎ উদ্যোগ কৃষক পর্যায়ে প্রতিফলিত হচ্ছে না। কৃষকদের সরকারি-সুযোগ সুবিধা নিশ্চিত করতে ধান ক্রয় অভিযানে দালালমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রকৃত কৃষকদের কাছ থেকেই বোরো ধান সংগ্রহ করতে হবে। সরকারি গোদামে কৃষক ছাড়া কেউ ধান বিক্রির বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।
কৃষকলীগ সততার সাথে কৃষকের পক্ষে কথা বলে আসছে। কৃষকদের স্বার্থ রক্ষায় অতীতে মত ভবিষ্যৎতেও কৃষকলীগ কৃষকদের পাশে থাকবে।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মৃছা মাতাব্বর, যুগ্ন-সম্পাদক আব্দুল মতিন, জসিম উদ্দিন বাবুল, রফিক তালুকদার, প্রচার সম্পাদক মততাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াদ হোসেন রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতা-কর্মীরা।



Post Top Ad

Responsive Ads Here