বড়াইগ্রামে ৩ শ্রমিককে মারধোরের ঘটনায় বিক্ষোভ সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, May 15, 2019

বড়াইগ্রামে ৩ শ্রমিককে মারধোরের ঘটনায় বিক্ষোভ সমাবেশ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে  ৩ পরিবহন শ্রমিককে মারধোর করে আহত করার প্রতিবাদে ট্যাংলরী ও কভার্ডভ্যান পরিবহন শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন  নাটোর জেলা ট্যাংলরী ও কভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক শেখ ইয়কুব আলী হিরা, ইউনিয়নের বড়াইগ্রাম উপজেলা সভাপতি আব্দুল বারেক প্রামানিক, সহ-সভাপতি রবিউল করিম, সাধারন সম্পাদক আব্দুল জলিল প্রধান, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুব ও ক্রীড়া সম্পাদক ফরিদুল ইসলাম,  ড্রাইভার ইউনুস, নজরুল, আবুল কালাম প্রমূখ। 

সমাবেশে বক্তারা জানায়, গত রবিবার উপজেলার মামুদপুর গ্রামের আব্দূল কুদ্দুস মন্ডল ও তার দুই ছেলে সুমন আলী এবং মনোয়ার হোসেন  রয়না মোড় থেকে  লাকড়ী বোঝাই কভার্ডভ্যান নিয়ে লক্ষীকোল বাজার অভিমুখে রওনা হলে পালপাড়া নামক স্থানে ভরতপুর গ্রামের হাকিম উদ্দিনের ছেলে জালাল উদ্দিন ও লোকমান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম সহ ৮/৯জন সন্ত্রাসী তাদের উপর হামলা করলে তারা গুরুতর আহত হন। তারা বর্তমানে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। থানায় এ ব্যাপারে  অভিযোগ করার পর এখন পর্যন্ত কাউকে  গ্রেফতার করেনি পুলিশ। বক্তারা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। 

No comments: