বড়াইগ্রামে ৩ শ্রমিককে মারধোরের ঘটনায় বিক্ষোভ সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ১৫, ২০১৯

বড়াইগ্রামে ৩ শ্রমিককে মারধোরের ঘটনায় বিক্ষোভ সমাবেশ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে  ৩ পরিবহন শ্রমিককে মারধোর করে আহত করার প্রতিবাদে ট্যাংলরী ও কভার্ডভ্যান পরিবহন শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন  নাটোর জেলা ট্যাংলরী ও কভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক শেখ ইয়কুব আলী হিরা, ইউনিয়নের বড়াইগ্রাম উপজেলা সভাপতি আব্দুল বারেক প্রামানিক, সহ-সভাপতি রবিউল করিম, সাধারন সম্পাদক আব্দুল জলিল প্রধান, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুব ও ক্রীড়া সম্পাদক ফরিদুল ইসলাম,  ড্রাইভার ইউনুস, নজরুল, আবুল কালাম প্রমূখ। 

সমাবেশে বক্তারা জানায়, গত রবিবার উপজেলার মামুদপুর গ্রামের আব্দূল কুদ্দুস মন্ডল ও তার দুই ছেলে সুমন আলী এবং মনোয়ার হোসেন  রয়না মোড় থেকে  লাকড়ী বোঝাই কভার্ডভ্যান নিয়ে লক্ষীকোল বাজার অভিমুখে রওনা হলে পালপাড়া নামক স্থানে ভরতপুর গ্রামের হাকিম উদ্দিনের ছেলে জালাল উদ্দিন ও লোকমান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম সহ ৮/৯জন সন্ত্রাসী তাদের উপর হামলা করলে তারা গুরুতর আহত হন। তারা বর্তমানে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। থানায় এ ব্যাপারে  অভিযোগ করার পর এখন পর্যন্ত কাউকে  গ্রেফতার করেনি পুলিশ। বক্তারা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। 

Post Top Ad

Responsive Ads Here