বড়াইগ্রামে অভ্যন্তরীণ গম ও বোরো চাল সংগ্রহ অভিযান শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, May 12, 2019

বড়াইগ্রামে অভ্যন্তরীণ গম ও বোরো চাল সংগ্রহ অভিযান শুরু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে অভ্যন্তরীন গম ও বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার বনপাড়া খাদ্য গুদামে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস  প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছ আল আমিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ উপস্থিত ছিলেন। এবার ২৮ টাকা কেজি দরে মোট ৫৫৫ মেট্রিক টন গম, ৩৬ টাকা কেজি দরে মোট ৩ হাজার ৮৯৮ মেট্রিক টন চাল ও ২৬ টাকা কেজি দরে ২০৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছ আল আমিন জানান, এ বছর উপজেলার ৭৮ জন চালকল মালিকের মধ্যে ৩টি অটো ও ৫২টি হাসকিং চালকল চাল ও গম সরবরাহের চুক্তি করেছেন। চাল প্রক্রিয়াকরণ চালু না থাকায় বাকী ২৩ টি চালকলকে চুক্তিবদ্ধ করা সম্ভব হয়নি।   

No comments: