ফরিদপুরের ভাঙ্গায় মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষনা এমপি নিক্সনের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২৯, ২০১৯

ফরিদপুরের ভাঙ্গায় মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষনা এমপি নিক্সনের


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাজারে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ওই সমাবেশেষ প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর দৌহিত্র মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

 
বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশে যেই মাদকবিরোধী যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে আমর জিতবো। এসময় তিনি তার নির্বাচনী এলাকা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনকে মাদকমুক্ত করার ঘোষনা দেন। কোন নেতা মাদক কারবারীদের ব্যাপারে থানায় তদবির করতে গেলে তাকে আটকে রাখার নির্দেশ দেন তিনি। পরে উপস্থিতদের মাদক নির্মুলের সহযোদ্ধা হতে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তাদিরুল আহমেদ।
 
ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের শিমুলবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন মাতুব্বর।
 
অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক মেজর নাজমুল আরেফিন পরাগ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, সদরপুর উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান মোশাররফ হোসেন মোশা, ভাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান ইসহাক আলী মোল্যা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান, কালামৃধা ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here