এনটিভি সব শ্রেনি-পেশার মানুষের চ্যানেল হিসেবে কাজ করে আসছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৩, ২০১৯

এনটিভি সব শ্রেনি-পেশার মানুষের চ্যানেল হিসেবে কাজ করে আসছে


 



ফরিদপুর প্রতিনিধি :
এনটিভি সব শ্রেনি-পেশার মানুষের চ্যানেল হিসেবে কাজ করে আসছে এবং আগামী দিনেও এনটিভি সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করবে বলে এনটিভির ১৭তম জন্ম দিনে অংশ নিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও মেয়র শেখ মাহতাব আলী মেথুসহ অন্য বিশিষ্টজনরা মন্তব্য করলেন। তারা এনটিভিকে সমাজের দর্পন হিসেবে দেখতে চান বলে জানান।

 
আজ বুধবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি মোঃ কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
 
এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাসের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি মোঃ মোবাশ্বর হাসান।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, প্রবীন সাংবাদিক প্রফেসর মোঃ শাহাজাহান, মিজানুর রহমান মানিক, বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশনের পরিচালক মোঃ খায়ের মিয়া, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রেশাদুল হক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হাসানুজ্জামান, দৈনিক কুমারের সম্পাদক আতম আমির আলী টুকু, বøাষ্টের সমন্বয়কারী শ্রিপা গোস্বামী, বিএফএফ এর নির্বাহী পরিচালক  আনম ফজলুল হক সাদী, ফরিদপুর ফায়ার সার্ভিসের অফিসার প্রিন্স পাঠান প্রমুখ।
 
আলোচনা সভায় আগত অতিথিরা এনটিভির উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতে দেশের সবচাইতে বড় টিভি চ্যানেল হিসেবে এনটিভি দেশ ও জাতির কল্যানে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
এরআগে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্ধোধন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুড়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাব চত্বরে কেক কেটে এনটিভির ১৭তম জন্মদিন পালন করা হয়। পরে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।
 
অনুষ্ঠানের শেষে মৌসুমী বিভিন্ন ফল, মিষ্টি ও ঝাল দিয়ে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। 


Post Top Ad

Responsive Ads Here