শৈলকুপায় ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৭, ২০১৯

শৈলকুপায় ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ   
ঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামে এক কৃষকের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মালিপাড়া গ্রামে এ বিষধর গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। 
কৃষক সাদেক শেখের পুত্র হালিম জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে বিষধর গোখরা সাপের খোসা দেখতে পাওয়া যায়। সেই কারণেই আজ(রবিবার) সকালে সাপুড়েকে ডেকে নিয়ে এসে ঘর খোঁড়ার কাজ শুরু করি। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ঘরের কোন থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ বেশ কয়েকটি ডিম উদ্ধার করা হয়।

সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি অনেক গুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২ টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা গেলেও মা গোখরা সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এখনো চেষ্টা চলছে মা সাপটি ধরার জন্য।

Post Top Ad

Responsive Ads Here