মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অভিবাসনেচ্ছু কর্মীদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ৩০, ২০১৯

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অভিবাসনেচ্ছু কর্মীদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত


মেহের আমজাদ মেহেরপুর-
মেহেরপুরের পুলিশ সুপার এস.এম মুরাদ আলী মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম তাকে স্বাগত জানান।
এসময় ডিবি ইন্সেপ্টের জুলফিকার আলী, টিআই ইসমাইল হোসেন সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে পুলিশ সুপার এসএম মুরাদ আলি টিটিসির কারিগরি, কম্পিউটার শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে পুলিশ সুপার এস.এম মুরাদ আলী মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অভিবাসনেচ্ছু কর্মীদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রাক বহির্গমন ব্রিফিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এস.এম মুরাদ আলী বলেন,পুলিশ ভেরিফিকেশন করতে কোন পুলিশকে কোন রকম টাকা দেবেন না।যদি কোন পুলিশ সদস্য বা ডিবি পুলিশের কোন সদস্য আপনাদের কাছে টাকা চাই তবে আমাকে সরাসরি জানাবেন। আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবো।

পুলিশ সুপার বলেন, আপনারা কোন দালাল ধরবেন না। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, আমার অফিসে প্রবাসী কল্যাণ ডেক্স আছে আপনারা যে কোন সমস্যায় পড়লে সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই কাজ হবে। বিদেশ গমনের জন্য ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে ১৩৯ জন অংশ গ্রহন করে।

Post Top Ad

Responsive Ads Here