মেহেরপুর পৌরসভায় বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ৩০, ২০১৯

মেহেরপুর পৌরসভায় বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর -
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের হঠাৎপাড়ায় বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য,মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলামিন হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আল মামুন,পৌর সচিব তফিকুল আলম,বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

এ সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, পৌরসভার উন্নয়নে জনপ্রতিনিধিদের পাশপাশি সাধারণ জনগনকে এগিয়ে আসতে হবে। উন্নয়ন কর্মান্ডের কাজ শেষ হলে সেগুলো দেখভালের দায়িত্ব নিতে হবে জনগনকে। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে একটি পরিচ্ছন্ন শহর উপহার দেওয়া সম্ভব।
পরে তিনি ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন । 

Post Top Ad

Responsive Ads Here