ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছে। উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। ফরিদপুরÑমুকসুদপুর আঞ্চলিক সড়কে থ্রি-হুইলার মাহিন্দ্র নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি দোকানের সাথে ধাক্কা লাগে। এসময় মাহিন্দ্রের যাত্রী রেজাউল মোল্যা (৩৫) ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা জানান, বরিশালগামী সাকুরা পরিবহন নামে একটি বাস বুধবার সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় আলিফ মোল্যা (৪) নামের এক শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে আলিফ নিহত হয়। আলিফ ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের খায়রুজ্জামান টিটো মোল্যার ছেলে বলে জানাগেছে।
সত্যতা নিশ্চিত করেন, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান। এদিকে ঘটনার পর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসি সড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
অপরদিকে বুধবার দুপুর দুইটার দিকে ফরিদপুর-মুকসুদপুর আঞ্চলিক সড়কে থ্রি-হুইলার মাহিন্দ্র নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি দোকানের সাথে ধাক্কা লাগে। এসময় মাহিন্দ্রের যাত্রী রেজাউল মোল্যা (৩৫) ঘটনাস্থলে মারা যায়। রিজাউল উপজেলার আটকাহনিয়া গ্রামের গিয়াস উদ্দিন মোল্যার ছেলে। এ ঘটনায় কৈতরী বেগম(৬০) ও মাহমুদুল (১৭) নামে অপর দুই যাত্রী আহত হয়েছেন।