ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের খুদের ব্রীজ এলাকার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনে তার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে ঈশান গোপালপুর এলাকাবাসীর ব্যানারে শতাধিক মানুষ।
মানববন্ধনে অংশ নেয় আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন, খিতিশ চন্দ্র বিশ্বাস, আলাউদ্দিন পরামাণিক, ঝন্টু সরকার, মঞ্জুর আলী মল্লিক, রুস্তম পাট্রাদার প্রমুখ।
কর্মসূচি চলাকালে বক্তরা বলেন, সিদ্দিকুর রহমান মোল্লার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এলাকার পরিবেশ তার কারণে নষ্ট হচ্ছে আমরা তার বিচার চাই প্রশাসনের কাছে।