মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা কিতাব আলী, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোসলেম আলী,যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল ইসলাম,মোঃ কুতুব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান,প্রচার সম্পাদক মামলত হোসেন, পৌর জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রাজ্জাক, শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন, কৃষক পার্টির সভাপতি আব্দুল গফুর প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ গাংনী উপজেলা জাতীয় পার্টির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন। ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে বাবলু হোসেনকে সভাপতি,জান মোহাম্মদ মিন্টুকে সাধারন সম্পাদক এবং রুহুল আমিন কে সাংগঠনিক সম্পাদক করে গাংনী উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।