মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে ৪৪ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার, সহকারী পরিদর্শক আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে.এম আতাউল হক লাল মিয়া, অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান প্রমুখ। সভায় ৪৪ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফল করার লক্ষে বিভিন্ন্ উপ-কমিটি গঠন করা হয়।