নাটোরে গুরুদাসপুরে শিশু বলৎকার আটক-১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৯

নাটোরে গুরুদাসপুরে শিশু বলৎকার আটক-১

আবু মুসা নাটোর থেকেঃ 
নাটোরের গুরুদাসপুরে ৬ বছরের এক শিশুকে বলৎকারের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ১১ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামে ওই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাযায়, গত রোববার সকালে একই এলাকার মোঃ শহিদ আলীর ছেলে রতন আলী (১৩) শিশু নাফিজ কে তেতুল খাওয়ার কথা বলে পাশের বাশঁবাগানের পাশে দেবদার বাগানে নিয়ে গিয়ে জোড়পূর্বক বলাৎকার করে। এরপরে শিশু নাফিজের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তৎখনাত গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শিশু নাফিজের বাবা নাজিরউদ্দিন বাদি হয়ে ওই দিনই গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.রবিউল করিম শান্ত বলেন, প্রাথমিক অবস্থায় বলাৎকারের নমুনা পাওয়া গেছে।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে আটক করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here