ফেনীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৯

ফেনীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি-
ফেনীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সালেহ আহম্মদের মেয়ে নাজমুন নাহার আফরিন (৭) ও আকবর হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৭)। তারা উভয়ে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি জানান, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফিরে তিন শিশু পুকুরে গোসল করতে যায়। বড় দুজন পুকুরের গভীরে তলিয়ে গেলে ছোট শিশু বিবি মরিয়ম বাড়িতে এসে খবর দেয়। পরে বাড়ির লোকজন উদ্ধার করে তাদের মৃত অবস্থায় পায়। দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here