মেহেরপুরে বজ্রপাত প্রতিরোধ ও প্রকৃতি রক্ষায় তালবীজ বপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৯

মেহেরপুরে বজ্রপাত প্রতিরোধ ও প্রকৃতি রক্ষায় তালবীজ বপন

মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুরে বজ্রপাত প্রতিরোধ এবং প্রকৃতি রক্ষা সহ মাটির ক্ষয়রোধে মেহেরপুর সদর উপজেলার গহরপুর থেকে রঘুনাথপুর, বারাদি ও বলিয়ার পুর গ্রামের মাঠের সড়কের দুপাশে সারি সারি তালগাছের বীজ বপন করছে গ্রামের কিছু যুবক। 
গতকাল বুধবার সকালে গহরপুর গ্রামের শওকত আলীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শরিফুৃল ইসলাম টগরের উদ্যোগে তালগাছের বীজ বপন করে গ্রামের কিছু যুবক । এসময়  কয়েক কিলোমিটার ধরে ২ হাজার তালের বীজ বপন করা হয়। 
শরিফুল ইসলাম টগর বলেন, তাল গাছ লাগালে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে বাঁচা যায়। এ জন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানান। তার এ কাজে সহযোগীতা করেছে এজাজ আহমেদ, জুয়েল রানা, রাসেল রানা, শুভসহ ১০-১২ জন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী। 
এ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ রোপণের উদ্যোগ নেওয়া যুবকদেরকে আমি সাধুবাদ জানায়। তারা আমাদের সমাজের দায়বদ্ধতা থেকে যে কাজ করেছে অবশ্যই এটা প্রশংসনীয়। অনেক ভালো কাজ, মানব কল্যানমূলক কাজ এটি। আমার পক্ষ থেকে  যুবকদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

Post Top Ad

Responsive Ads Here