রাঙ্গামাটিতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে মশারী ও আর্থিক অনুদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৯

রাঙ্গামাটিতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে মশারী ও আর্থিক অনুদান

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি-রাঙ্গামাটি মেডিকেলে ডেঙ্গু  আক্রান্ত রোগীদের বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষার জন্য চিকিৎসা উপকরণ ও  আক্রান্ত রোগীদের মাঝে মশারী,আর্থিক অনুদান দেয়া হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ রাঙ্গামাটি শাখার পক্ষ থেকে বুধবার রাঙ্গামাটি মেডিকেলের ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।   
রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গ আক্রান্ত দরিদ্র রোগীদের নগদ অর্থ সহায়তা,মশারী বিতরণ করেন এবং রাঙ্গামাটি মেডিকেলে ডেঙ্গু সনাক্তকরন কিট ও ঔষধপত্র হস্তান্তর  করেন। এ সহায়তার পরিমান দেড় লক্ষ টাকা।
অনুষ্ঠানে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, সহকারী সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী, আর এম ও ডাঃ শওকত আকবর,  রাঙ্গামাটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ সানা উল্লাহ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দেয়া এ সহয়তায় রাঙ্গামাটি মেডিকেলে ডেঙ্গু আক্রান্তরা বিনা মূল্যে রোগের পরীক্ষা করাতে পারবে।

Post Top Ad

Responsive Ads Here