মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের পৌর ঈদগাহ পাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুক লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও জেলা বিএনপি’র সদস্য জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন. বিএনপি’র নেতা একরামুল হক একা, জেলা যুবদলের সহ সম্পাদক খাইরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহমুদ সানি, নবীন দলের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল হোসেন প্রমূখ।
এসময় বিএনপি নেতা আব্দুল লতিফ, জালাল উদ্দিন, সিরাজুল ইসলাম, যুবদল নেতা পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কারাগারে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মনিরুল ইসলাম মনি।

