নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকায় বিষাক্ত মদপানে প্রান্ত সরকার (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর পরের দিন বৃহস্পতিবার বিকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি গ্রামের প্রভাস হালদারের ছেলে রিঙ্কু কর্মকার (১৮) মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত।
প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রায় অতিরিক্ত মদ পানে গুরুতর অসুস্থ হলে রিঙ্কু কর্মকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কানাইখালি জেলেপাড়ার দাদুর বাড়িতে থেকে নাটোরে স্বর্ণকারের কাজ করতো রিঙ্কু। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার দিন (মঙ্গলবার) অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে তার দাদুর বাড়ি কানাইখালি জেলেপাড়াতে নিয়ে আসা হয়। পরে বৃহস্পতিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে গত বুধবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকায় একইভাবে প্রান্ত সরকার (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া গতবছর একইভাবে নাটোর শহরের কানাইখালি মহল্লার বিশ্বজিৎ নামের এক তরুণসহ দুই জনের করুণ মৃত্যু হয়। ওই বছরই গুরুদাসপুরেও প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে মদ্যপ এক তরুণ নিখোঁজ হয়ে যায়। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

