সময় সংবাদ ডেস্ক//
দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করেছে র্যাব।
শুক্রবার ভোরে শ্রীমঙ্গল দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালাতে চাইছিলেন মিজান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে র্যাব।
ঢাকায় ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর থেকেই আড়ালে চলে যান মিজান।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে শ্রীমঙ্গল থেকে আটক করা হয়েছে। তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

