ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২০, ২০১৯

ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে গত শনিবার দুইদল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের একদিন পর গুরুতর আহত নাসির মাতুব্বর (২৮) মারা গেছেন।

রবিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাসির ঘারুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও কুমারখালি গ্রামের কাউসার মাতুব্বরের ছেলে। তিনি ওই গ্রামের নয়ন খাাঁ মাষ্টারের গ্রæপের লোক।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র একই গ্রামের দুই গ্রæপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রæপের কমপক্ষে অর্ধশত লোক আহত হয়। গুরুতর আহতদের মধ্যে নাসিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) নিখিল চন্দ্র অধিকারী বলেন, শনিবারের সংঘর্ষে আহত নাসির রবিবার সকালে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। সেলিম হত্যার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় ফের সংঘর্ষ ও লুটতরাজ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here