ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করছে। শহর থেকে গ্রাম সব পর্যায়ে সুষম উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে।
রবিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, সরকারের দায়িত্ব চর অথবা ডাঙ্গা না দেখে সব এলাকার উন্নয়ন করা। যাতে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। সকলেই সমানভাবে সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। আমরা সে কাজটি করে চলেছি। কোথাও কোনো ভেদাভেদ রাখি নি।
নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে স্থানীয় ইউপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী প্রমুখ। পরে বিকেলে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচিত করার কথা।