গোলাগুলির ঘটনা ভুল বোঝাবুঝি, আলোচনা করে সমাধান করব' - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, October 18, 2019

গোলাগুলির ঘটনা ভুল বোঝাবুঝি, আলোচনা করে সমাধান করব'

সময় সংবাদ ডেস্ক//
'ভুল বোঝাবুঝির কারণে বিএসএফ গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়, অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। এতে আমরা মর্মাহত। প্রয়োজনে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।'
শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে বৃহস্পতিবার সকালে ভারতীয় জেলেকে আটকের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে গুলিবিনিময় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে, সবাই জানেন। বিজিবি পদ্মা নদীতে তাদের চ্যালেঞ্জ করলে জানা যায় তারা ভারতীয় জেলে। জেলেরা গিয়ে বিএসএফ-কে ঘটনা জানালে তারা আসেন। পরে, ভুল বোঝাবুঝিতে বিএসএফ গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। প্রয়োজনে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।' তিনি বলেন, 'বিজিবির মহাপরিচালক বিএসএফ প্রধানের সঙ্গে কথা বলেছেন। উভয়পক্ষ বসে বিষয়টির সমাধান করা হবে।'

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লা সীমান্তে র‌্যাব টহল দিতে গিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে যায়। ফলে, অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলোর সন্তোষজনক সমাধান করব।

No comments: