পতাকা বৈঠকের পর র‌্যাব সদস্যদের ফেরত দিয়েছে বিএসএফ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯

পতাকা বৈঠকের পর র‌্যাব সদস্যদের ফেরত দিয়েছে বিএসএফ


সময় সংবাদ ডেস্ক//
পতাকা বৈঠকের মাধ্যমে কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলায় ২ নারী সোর্সসহ ধরে নিয়ে যাওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৩ সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেট এলাকা দিয়ে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল ৪টায় ওই সীমান্তে বিএসএফ-বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) পতাকা বৈঠকের পর ৫টায় তাদের ফেরত দেওয়া হয়।

বিএসএফ যাদের ধরে নিয়ে গেছেন তারা হলেন- র‌্যাব-১১ এর কনস্টেবল আবদুল মজিদ, রিগান বড়ুয়া, সৈনিক ওয়াহিদ মিয়া এবং র‌্যাবের দুই নারী সোর্স কুমিল্লা মহানগরীর শুভপুরের বাসিন্দা খুকি লিজা ও সুজানগরের মনি আক্তার।

পরে খবর পেয়ে বিজিবির সংকুচাইল ক্যাম্পের সুবেদার নুরুল ইসলাম র‌্যাবের তিন সদস্যসহ পাঁচজনকে ফেরত পেতে বিএসএফের কাছে চিঠি পাঠায়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিকেল ৪টার দিকে নোম্যান্সল্যান্ড এলাকায় বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে ৫টার দিকে ধরে নিয়ে যাওয়া ৫ জনকে ফেরত দেয় বিএসএফ।

Post Top Ad

Responsive Ads Here