আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। রবিবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শণ করেন। এসময় তিনি সনাতন ধর্মাম্বলীদের উদ্যেশে বলেন, এই দেশ সবার। যার যার ধর্ম সেই সেই পালন করবে। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। উন্নয়নের স্বার্থে সবাই এক সাথে মিলেমিশে থাকতে হবে।
পূজামন্ডপ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সহাকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ্ জামান বাবুল, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ ছাব্বির হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিমাই চন্দ্র, সাধারণ সম্পাদক গৌতম কুমার ত্রিবেদী প্রমূখ।